October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 7th, 2025, 6:16 pm

কুলাউড়ায় চা-বাগান থেকে রাতের আঁধারে গাছ চুরির হিড়িক

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার হিংগাজিয়া চা-বাগানে রাতের আঁধারে গাছ চুরির হিড়িক পড়েছে। চা-বাগানের সেকশন থেকে রাতের আধারে আকাশিসহ বিভিন্ন প্রজাতির দামি গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় দুর্বৃত্তরা। গত ১ মাসের মধ্যে বাগান থেকে কয়েকটি আকাশি গাছসহ বিভিন্ন প্রজাতির দামি গাছ গভীর রাতে কেটে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র।

বাগানের পাহারাদাররা জানান, পাশ্ববর্তী লংলা খাস বস্তি এলাকার একদল সংঘবদ্ধ চোর চক্র বাগানের এই মূল্যবান গাছগুলো রাতের আধারে গাড়ি লাগিয়ে কেটে নিয়ে যাচ্ছে। কিছুদিন আগে এভাবে খাস এলাকার সংঘবদ্ধ চোর চক্র বাগানের ভেতরে গভীর রাতে গাড়ি নিয়ে ডুকে আকাশি গাছ কাটার প্রস্তুতি নিলে তারা বাধা দিলে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গাছ রেখে পালিয়ে যায় চোরচক্র। দুর্বত্তরা সংখ্যায় বেশি হওয়ায় বাগানের পাহারাদাররা অনেক সময় তাদের সাথে পেরে উঠতে পারেন না। এছাড়াও পাহারাদারদের আত্মরক্ষার্থে হাতে থাকা শুধু একটি বাঁশি ও লাঠি নিয়ে তাদের পাহারা দিতে হয় বাগানগুলো। যার কারনে বাগানে এভাবে চুরির ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা। বাগান থেকে গাছ চুরির ঘটনায় স্থানীয় লংলা খাস বস্তি এলাকার কয়েকজন চোর চক্রের বিরুদ্ধে কুলাউড়া থানায় অভিযোগও দায়ের করেছেন বাগান পাহারাদাররা। তারা জানান, প্রশাসন থেকে যদি এই চোর চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বাগানের গাছগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

এব্যাপারে বাগান পঞ্চায়েতের সভাপতি জামাল উদ্দিন বলেন, চা-বাগানের পাশে লংলা খাস বস্তি এলাকার কিছু চোরচক্র প্রতিদিন গভীর রাতে গাছ চুরির জন্য বাগানে হানা দিচ্ছে। গত ১ মাসের মধ্যে বেশ কয়েকটি আকাশি দামি গাছ কেটে নিয়ে গেছে তারা। বাগানের পাহারাদাররা বাধা দিলে উল্টো তাদের ওপর হামলা করে বসে দুর্বৃত্তরা। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও কোনো সুরাহ হচ্ছে না এখনো।