October 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 19th, 2025, 6:37 pm

কুলাউড়ায় চোরাই সিএনজি সহ যুবক আটক

 

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় পুলিশের ধাওয়ায় চোরাই একটি সিএনজি অটোরিকশাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ১৯ অক্টোবর রোববার ভোরে এসআই জুনেদ এর নেতৃত্বে পরিচালিত টহল টিম কুলাউড়া স্টেশন চৌমুহনী এলাকায় এ অভিযান চালায়।

আটককৃত যুবকের নাম শেখ খয়রুল ইসলাম (২৭)। তিনি রাজনগর উপজেলার নিদনপুর গ্রামের শেখ মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে কুলাউড়া থানার টহল টিম স্টেশন চৌমুহনী এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এসময় একটি সিএনজি (রেজি: মৌলভীবাজার-থ-১১-৩০৮১) থামার সংকেত দিলে চালক সিএনজিটি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে এসআই জুনেদ ও সঙ্গীয় ফোর্স ধাওয়া করে মিশন চৌমুহনী এলাকায় গাড়িসহ তাকে আটক করেন।

পরে তল্লাশিতে চোরাই সিএনজি ছাড়াও কার্বুরেটরের নজেল, তামার ও বৈদ্যুতিক তার, লাইটার, প্লাস ও টর্চলাইট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে খয়রুল ইসলাম স্বীকার করে যে, সিএনজিটি সে চুরি করে নিয়ে এসেছে, তবে কোন এলাকা থেকে চুরি করেছে তা জানাতে পারেনি।

পুলিশ জানায়, ধাওয়া করার সময় আটক ব্যক্তি রাস্তায় পড়ে গিয়ে সামান্য আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত সিএনজিটির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

ঘটনার বিষয়ে কুলাউড়া থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।