জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের মধ্যে রয়েছেন ফুটবল: বালক বিভাগে টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চবিদ্যালয় এবং বালিকা বিভাগে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়।
কাবাডি: বালক বিভাগে শাহজালাল উচ্চবিদ্যালয় এবং বালিকা বিভাগে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়।
হ্যান্ডবল: বালক বিভাগে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় এবং বালিকা বিভাগে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়।
দাবা: মধ্যম বালক বিভাগে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ঈশান সরকার। মধ্যম বালিকা বিভাগে মহতেছিন আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী অর্পা রানী নাথ। বড় বালক বিভাগে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইশান খান। বড় বালিকা বিভাগে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাতুন ফেরদৌসি মিথিলা। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
উলিপুরে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ভাঙ্গুড়ায় প্রচন্ড শীতেও মধু সংগ্রহ করছেন মৌ খামারীরা
বোরহানউদ্দিনে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফরার