জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া উপজেলায় পিতা-পুত্রের সম্পর্ককে কলঙ্কিত করে নিজ পিতাকে মারধরের অভিযোগে রুফুল মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রুফুল মিয়া উপজেলার কর্মধা ইউনিয়নের
বাবনিয়া গ্রামের নওয়াব উল্লাহর ছেলে।
থানা সূত্রে জানা যায়, রুফুল মিয়া দীর্ঘদিন ধরে তার বৃদ্ধ পিতা নওয়াব উল্লাহকে নানা অজুহাতে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ গত বুধবার (২৩ জুলাই ২০২৫) সকালেও তিনি পিতার উপর হামলা চালান। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করে।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রুফুল মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই রুফুলের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। সমাজে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, পিতার করা অভিযোগের ভিত্তিতে ছেলে রুফুল মিয়াকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
আমাকে মিথ্যা আসামী বানিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির রায় দেয়া হয়েছিল
খুলনা শিপইয়ার্ড সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
সখীপুরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন তোলার অভিযোগ শিক্ষক দম্পতির বিরুদ্ধে