জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলিতে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর পরিবার হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২৭ আগস্ট বুধবার বিকেলে এ ঘটনার প্রতিবাদে কুলাউড়ায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী মনোয়ারা বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন প্রবাসে কর্মরত থাকায় সুযোগ বুঝে প্রতিপক্ষ মহল অন্যায়ভাবে তাদের জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে চলতি বছরের ৩০ মার্চ বিকেলে আদালতে জমি সংক্রান্ত মামলার কাজ শেষে ফেরার পথে বাড়ির পাশে আসামাত্র প্রতিপক্ষ জয়নাল মিয়া, আব্দুর রহমান, শফিক মিয়াসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।
মনোয়ারা বেগম জানান, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে তার গলা থেকে ৮০ হাজার টাকার স্বর্ণের চেইন, ব্যাগে থাকা নগদ ৪০ হাজার টাকা, তার সাথে থাকা দুজনের সহ ৬০ হাজার টাকা দামের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্রও লুটে নেয় তারা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে তিনি ৩ মেয়ে এবং ১ ছেলেকে নিয়ে তিনি বাড়িছাড়া রয়েছেন।
সংবাদ সম্মেলনে মনোয়ারা বেগম আশঙ্কা প্রকাশ করে বলেন, তাকে হত্যার পর লাশ গুম করার ষড়যন্ত্র চলছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনদের জানালেও কোনো সুরাহা না পেয়ে তিনি কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন। এ সময় তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য জানতে মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন
বিকেএসপি’র ৩৫ তম ব্যাচের অভিনব বিদায়
হালুয়াঘাটে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গঙ্গাচড়ায় দু-ব্যাবসায়ীক দোকানে ২২ হাজার টাকা জরিমানা