September 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 7th, 2025, 7:41 pm

কুলাউড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া থানার উদ্যোগে কাদিপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব মনসুর সাইনবোর্ড সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোক্তারের সভাপতিত্বে ও সাংবাদিক রুবেল বক্স পাবেলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন। প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক।

এছাড়া বক্তব্য রাখেন কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত বাবলু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, থানার উপ-পরিদর্শক ফরহাদ মাতব্বর, বিট অফিসার বিকাশ বড়ুয়া, কাদিপুর ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুল করিম, কৃষকদল সভাপতি সাতির বক্স, ইউনিয়ন বিএনপির সদস্য চিনার বক্স চিনু, আছিকর মিয়া, শহীদ মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক মিয়া, প্রবীণ মুরব্বি বুদুল্লাহ মিয়া, পেকুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, মনসুর মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও ওয়ার্ড জামায়াত সভাপতি সাইফুর রহমান, মনসুর মাদ্রাসার গভ: সদস্য সাংবাদিক মহি উদ্দিন রিপন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন রিপন, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, সমাজকর্মী মারুফ আহমদ এবং ব্যবসায়ী সিরাজুল ইসলাম শাবুল প্রমুখ।

সভায় বক্তারা সাম্প্রতিক দোকান ও গরু চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা পুলিশ টহল বৃদ্ধি, রাতে সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, ভাড়াটিয়াদের পরিচয় যাচাই ও স্থানীয়ভাবে পাহারা জোরদারের দাবি জানান।

বিট অফিসার বিকাশ বড়ুয়া জানান, থানায় জনবল ও যানবাহনের সংকট থাকলেও জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমন সহজ হবে। উপপরিদর্শক ফরহাদ মাতব্বর বলেন, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে এবং কাদিপুরকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

প্রধান অতিথি ওসি মো. ওমর ফারুক তার বক্তব্যে বলেন, “অপরাধ দমনে পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।”