August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 10th, 2025, 5:28 pm

কুলাউড়ায় বিশেষ ট্রেন চালুসহ ৮ দফা দাবি না মানল আন্দোলনের হুমকি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলায় সিলেট-ঢাকা, সিলেট- কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে। ৯ আগস্ট শনিবার কুলাউড়া জংশন স্টেশনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দসহ বিপুল সংখ্যক যাত্রীসাধারণ অংশ নেন।

কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রীবৃন্দ নামক আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সমন্বয়ক আতিকুর রহমান আখই ও ইসলাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খাঁন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, অ্যাডভোকেট আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, পৌর জামায়াতের সভাপতি রুহুল আমীন রইয়ব, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বক্স, চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, ব্যবসায়ী শেলুর রহমান, ডা. হেমন্ত চন্দ্র পাল, বদরুল হোসেন, এনামুল ইসলাম, ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক এইচ ডি রুবেল, বিএনপি নেতা কামরুল ইসলাম, তানভীর আহমদ, ছাতাপীর স্মৃতি পরিষদের সভাপতি আব্দুস শুকুর ছরকুম, ছাত্র ইউনিয়ন নেতা ফয়জুল ইসলাম,