জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল বাসারের সভাপতিত্বে ও ইসরাত জাহান নওরিনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, প্রভাষক কেশব ভট্টাচার্য এবং প্রভাষক সুরজিৎ কুমার।
এ ছাড়াও বক্তব্য দেন ননী গোপাল দেবনাথ, মো. কালাম হোসেন, মারিয়া আক্তার ও অনন্যা দোষাদ অনু প্রমুখ। সভায় বক্তারা শিশুদের সঠিক বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি ও অধিকার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা
কুড়িগ্রামে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ
মানবাধিকার রক্ষায় পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে- ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম