October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 8th, 2025, 6:51 pm

কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল বাসারের সভাপতিত্বে ও ইসরাত জাহান নওরিনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ খোরশেদ আলম, প্রভাষক কেশব ভট্টাচার্য এবং প্রভাষক সুরজিৎ কুমার।

এ ছাড়াও বক্তব্য দেন ননী গোপাল দেবনাথ, মো. কালাম হোসেন, মারিয়া আক্তার ও অনন্যা দোষাদ অনু প্রমুখ। সভায় বক্তারা শিশুদের সঠিক বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি ও অধিকার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।