October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 15th, 2025, 8:12 pm

কুলাউড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের স্মরণসভা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় শিক্ষাগুরু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় পৌর শহরের দক্ষিণবাজারস্থ দখিন দাওয়া হলরুমে রাবেয়া আদর্শ পাঠশালা ব্যাচ ৮৭’র আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রুদ্রবীণা সংগ্রীত বিদ্যালয়ের অধ্যক্ষ ড. রজত কান্তি ভট্টাচার্য্যর সভাপতিত্বে এবং মরহুমের ছোট ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মোস্তফা মহসিন ও সংগঠক শহীদুল ইসলাম তনয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাছ খান। বিশেষ অতিথির বক্তব্য দেন মরহুমের বড় ছেলে কালের কণ্ঠের সাবেক উপ-সম্পাদক সাংবাদিক মোস্তফা মামুন, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, জুড়ী টিএইচ খানম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমদ, চিকিৎসক আবু সাঈদ আব্দুল্লাহ মুকুল, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম, সিনিয়র সাংবাদিক খালেদ পারভেজ বখ্শ, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খসরু চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, জাতীয় তরুণ সংঘের সাধারণ সম্পাদক জ্যোতি বিকাশ দে, সংগঠক ডা. হেমন্ত  চন্দ্র পাল, সংস্কৃতিকর্মী গোলাম মোস্তফা পাবেল প্রমুখ। সভায় বক্তারা প্রয়াত শিক্ষক আব্দুল হান্নানের জীবন ও কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করে স্মৃতিচারণ করেন। প্রয়াত শিক্ষক আব্দুল হান্নান ছিলেন কুলাউড়া শহরের রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কর্মজীবনে তিনি একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান (৭৫) কুলাউড়া শহরস্ত নিজ বাসায় ইন্তেকাল করেন। ওইদিন বিকেলে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।