জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোররাতে উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখ কুলাউড়ায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ২ হাজার টাকার ভারতীয় সিগারেট জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে দত্তগ্রাম সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। এ সময় মালিকবিহীন ভাবে ফেলে রাখা অবস্থায় ভারতীয় এসব সিগারেট জব্দ করা হয়।

আরও পড়ুন
স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার মর্যাদা দিতে জানেনি: এ্যানি চৌধুরী
জাপানে বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন (BLAJ) প্রতিষ্ঠিত: নাসিরনগরের কৃতিসন্তান সাইফুল সভাপতি নির্বাচিত
উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: তৌহিদুল ইসলাম টিটু