August 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 6th, 2025, 9:26 pm

কুলাউড়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায়  মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর অপরাধ, দুর্নীতি, স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে এগোরটায় টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে কুলাউড়া উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয় হলরুমে প্রায় ৩০০ শিক্ষার্থীদের নিয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। পরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক। সংগঠনের অনুষ্ঠান বিষয়ক সম্পাদক রেদোয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো.  মন্তাজ আলী, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল। যুক্তরাজ্য থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন সংগঠনের কুলাউড়া শাখার সভাপতি আজহার মুনিম শাফিন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক সঞ্জয় দেবনাথ, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন,সংগঠনের মৌলভীবাজার শাখার সভাপতি তালহা আমীন, সহ-সভাপতি জিয়াদ, সাধারণ সম্পাদক হাম্মাদ নূর-ঈ সাদী, সাংগঠনিক সম্পাদক ইফতি, সহ-সাংগঠনিক সম্পাদক জাওয়াদ, অর্থ সম্পাদক তানজিল, প্রচার সম্পাদক আকিব, সদস্য শাবাব, ইশরাক, জিৎ রায়, মামুন প্রমুখ। এরপর দুপুরে কুলাউড়া পৌরসভার লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীদের বিনা মূল্যে গাছের চারা উপহার দেওয়া হয়, তারা চারা হাতে নিয়ে দেশপ্রেমের শপথ নেন। কুলাউড়া থানার ওসি ওমর ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ে গাছের  চারা বিতরণ করেন।

অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা, আব্দুল্লাহ মারজানসহ কয়েকজন শিক্ষার্থী অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি ওমর ফারুককে কাছে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। জবাবে ওসি ওমর ফারুক এসকল প্রশ্নের উত্তর দিয়ে বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে এসকল অপরাধ থেকে সচেতন থেকে দূরে থাকতে হবে, নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে, প্রয়োজনে ৯৯৯ এ কল দিয়ে অবহিত করতে হবে। তখনই পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবে। এছাড়া নিরাপদ ইন্টারনেট ব্যবহারের সুফল-কুফল নিয়েও বিষদ আলোচনা করেন ওসি।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, এ সংগঠনটির সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৪ বছরের বেশি সময় ধরে ৬৪ জেলার বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থীদের সচেতন করে আসছে। এছাড়া, মাদকবিরোধী কর্মসূচি, বাল্যবিয়ে বন্ধ, কিশোর অপরাধ, ইভটিজিংসহ নানা অপরাধমূলক কাজ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে। সংশ্লিষ্টরা জানান, সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৩ লাখ শিক্ষার্থীকে সচেতন করেছে এবং ৬ লাখের বেশি গাছের চারা বিতরণ করেছে। এটি ছিল লাল সবুজ উন্নয়ন সংস্থার ১৮৮৯ তম অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে নিয়মিত পড়াশুনা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলতে, কখনও মাদক সেবন না করতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিয়ে না করতে শিক্ষার্থীদের শপথ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।