November 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 1st, 2025, 7:31 pm

কুলাউড়ায় মানবকল্যাণ যুব সংঘের গাছের চারা বিতরণ

 

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলায় মানব কল্যাণ যুব সংঘ, জনতাবাজার এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় জনতাবাজার আদর্শ ইন্টারন্যাশনাল একাডেমী মাঠে  সংগঠনের সভাপতি সোহেল আহমদ শিপুর সভাপতিত্বে ও উপদেষ্ঠা পরিষদের সদস্য সাইফুর রহমান ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চৌধুরীবাজার জিএস কুতুব শাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার, কালের কণ্ঠের সাংবাদিক মাহফুজ শাকিল, জনতাবাজার আদর্শ ইন্টারন্যাশনাল একাডেমির প্রধান শিক্ষক হেলাল আহমদ, সমাজসেবক তাহির আলী আজমল, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য  আজিজুর রহমান বেলাল, ফয়েজ আহমেদ পাপ্পু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কালবেলা প্রতিনিধি মো. মহিউদ্দিন রিপন,

সমাজসেবক রেনু মিয়া, সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য শাহেদ মিয়া, সংগঠক জুনাব আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নাজিরের চক আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফয শাখার শিক্ষক মাওলানা সাব্বির আহমদ। অনুষ্ঠান শেষে সদর ইউনিয়নের অর্ধশতাধিক কৃষকের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।