October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 8th, 2025, 6:37 pm

কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন রেল প্রকৌশলী

Oplus_16908288

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

সিলেটের মোগলাবাজার রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনার উদ্ধার কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. মোজাম্মেল হক (৪৬)। ৮ অক্টোবর বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিব । তিনি জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলপথ মেরামত, দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার ও চলাচল স্বাভাবিক করতে কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটনাস্থলে যান। উদ্ধার কাজ শেষে সড়কপথে কর্মস্থলে ফেরার পথে বুধবার ভোরে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর কোনাগাঁও এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনার শিকার হন মোজাম্মেল হকসহ কুলাউড়া রেলের একজন স্টাফ। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে মোজাম্মেল হক স্ত্রী ও ২ পুত্র সন্তান রেখে গেছেন। সিলেট হাসপাতাল থেকে তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ীতে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তাকে দাফন করা হবে বলে জানান রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিব।

উল্লেখ্য, প্রকৌশলী মোজাম্মেল হক ছিলেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। তাঁর মৃত্যুতে কুলাউড়া জংশন স্টেশনের কর্মকর্তা কর্মচারিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি ২০০৬ সালে বাংলাদেশ রেলওয়ের চাকুরীতে যোগদান করেন। এদিকে প্রকৌশলী মোজাম্মেল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনকালে তাঁর এই অকাল মৃত্যুতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিকভাবে দুঃখিত ও গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।