August 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 24th, 2025, 7:39 pm

কুলাউড়ায় শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে ছাত্রী আহত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলা একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে একজন ছাত্রী আহত হয়েছে। ২৪ আগস্ট রোববার সকালে উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। আহত আফরোজা আক্তার (১৪) ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁকে কুলাউড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ জানান, রোববার বেলা পৌনে ১১টার দিকে তিনি বিদ্যালয় ভবনের ৩য় তলায় একটি কক্ষে অষ্টম শ্রেণির গণিত বিষয়ে পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে কক্ষের একটি সিলিং ফ্যান চলন্ত অবস্থায় ছুটে নিচে পড়ে যায়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। ফ্যানের পাখাতে শিক্ষার্থী আফরোজার নাকে আঘাত লাগে এতে রক্তক্ষরণ হলে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমদ জানান, আহত শিক্ষার্থীর নাকের কিছু স্থান কেটে যাওয়ায় সেখানে ৩টি সেলাই লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী জানান, ফ্যানের নাট-বল্টু ক্ষয়ে অথবা ঢিলা হয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। শিক্ষার্থীর মাথায় পড়লে আরও বড় ধরনের ক্ষতি হতে পারত। ভবনের সকল ফ্যান পরীক্ষা করাবেন।