May 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 26th, 2025, 11:40 am

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মো. জাহিদুল ইসলাম (১৬) নামের  এক এসএসসি পরীক্ষার্থীর। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিঙ্গুর এলাকায় গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহিদ বরমচালের পশ্চিম সিংগুর গ্রামের রুহুল আমিনের কনিষ্ঠ পুত্র। সে এবার সিংগুর উচ্চ বিদ্যালল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে ছোট বোনকে স্থানীয় ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এগিয়ে দিতে বের হন জাহিদুল। বোনকে স্কুলে দিয়ে ফেরার পথে ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের পূর্ব সিংগুর গ্যাস পাম্প এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি টাটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন জাহিদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুসলিম এইড হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সিলেটের ইবনে সিনা হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থান বিকেল ৩টায় জাহিদের মৃত্যু হয়। এদিকে বৃহস্পতিবার জালালাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী জাহিদুলের কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা ছিল। কিন্তু সে আর পরীক্ষা দিতে পারলো না। সড়ক দুর্ঘটনায় সে অকালেই প্রাণ হারালো।

সিঙ্গুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিহিত রঞ্জন দেব বলেন, জাহিদুল ইসলাম আমার বিদ্যালয়ের খুবই মেধাবী ছাত্র ছিলো। সে অত্যন্ত বিনয়ী শিক্ষার্থী ছিল। দুর্ঘটনার খবরটি শুনে বাকরুদ্ধ হয়ে পড়ি। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে জাহিদুল নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।