December 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 8th, 2025, 7:03 pm

কুলাউড়ায় সরকারি কর্মকর্তা, সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিগত ৮-১০টি নির্বাচনের মতো নয়। ওই নির্বাচনটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন। এটা আমাদের প্রধান উপদেষ্ঠা মহোদয় শতবছরের মধ্যে একটি চ্যালেঞ্জিং নির্বাচন বলে অ্যাখায়িত করেছেন। রোববার বিকেলে কুলাউড়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীসমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনকে আমরা যদি নিরপেক্ষ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে না পারি তাহলে জুলাই আন্দোলনে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের আত্মা শান্তি পাবেনা। এজন্য এটা বিগত নির্বাচনগুলোর মতো নয়, কারণ এখানে গণভোটের বিষয় আছে। গণভোট ও আসন্ন নির্বাচনের যে ভোট আগামী ১০০ বছরের  বাংলাদেশ কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণ করে দিবে। এই নির্বাচনে তরুণ সমাজের যে ইচ্ছা ও পরিকল্পনা বাস্তবায়ন হবে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবার জন্য মৌলভীবাজার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শতভাগ সৎ থেকে নিষ্ঠার সাথে কাজ করবেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে প্রশাসনের সার্থকতা হবে বলে সমন্বিতভাবে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কুলাউড়াসহ পর্যটন জেলা মৌলভীবাজারে পর্যটকদের নানা অনকূল পরিবেশ তৈরি করতে হাকালুকি হাওর, কালাপাহাড়, পর্যটন কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় আবাসন তৈরিসহ ওয়াচ টাওয়ার নির্মাণের আশ^াস প্রদান করেন। কুলাউড়া শহরের যানজট নিরসনে স্থানীয়ভাবে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও জিমিউর রহমান চৌধুরী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক মোক্তাদির হোসেন, চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, ওয়ারিয়ার্স অব জুলাই মৌলভীবাজার জেলার সদস্য সচিব জাহিদুল ইসলাম, সদস্য আল আদনান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুর রহমান ও শামীম আহমদ প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈনিক, সাংবাদিক, সামাজিকসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা কুলাউড়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের কাছে। বিশেষ করে শহরের প্রধান সমস্যা যানজট নিরসনে দ্রুত চার লেনে সড়ক উন্নীতকরণ, কুলাউড়া হাসপাতালের চিকিৎসক সংকট নিরসন ও এক্সরে মেশিন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনসহ সিলেট রেলপথে আসন সংখ্যা বৃদ্ধিসহ নতুন ট্রেন চালুকরণ, কুলাউড়ায় পর্যটন শিল্পের সম্ভাবনায় হাকালুকি হাওর উন্নয়নকরণ, পৌর শহরে বিনোদনকেন্দ্র চালুকরণ, মনু নদীর তীর রক্ষায় হাজার কোটি টাকা প্রকল্পের কাজের ধীরগতি, রাজাপুর সেতুর সংযোগ সড়কের কাজ দ্রুত সম্পন্নকরণ, ফানাই নদীর ওপর থাকা ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো দ্রুত নির্মাণ করা, রবিরবাজারে ড্রেনেজ ব্যবস্থা স্থাপন, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের ধীরগতি দূরীকরণসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। পরে জেলা প্রশাসক ওই সকল সমস্যা ও দাবি পূরণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ে প্রস্তাবনা পাঠাবেন বলে আশ্বস্ত করেন।