December 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 20th, 2025, 5:40 pm

কুলাউড়ায় সরকারি ট্রান্সফরমারসহ পিকআপ জব্দ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া থানাধীন ব্রাহ্মণবাজার ইউনিয়নের লৌহানী চা-বাগান গেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের দুটি সরকারি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ একটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টায় কুলাউড়া থেকে মৌলভীবাজারগামী একটি পিকআপ গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন ১৫-৫৮১৫) সন্দেহজনকভাবে চলাচল করছিল। এ সময় স্থানীয় নির্বাহী প্রকৌশলী দপ্তর, বিউবো কুলাউড়া টিমের সহায়তায় কুলাউড়া থানা পুলিশ ব্রাহ্মণবাজার ইউপির লৌহানী চা-বাগান গেটের সামনে পাকা রাস্তায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে ২টি বৈদ্যুতিক ট্রান্সফরমার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ সময় পিকআপ গাড়ির চালক মোঃ সজিব (২৫) কে আটক করা হয়।

আটককৃত মো: সজিব শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার রানিসার গ্রামের বাসিন্দা।পিতা মোঃ জামাল সর্দ্দার ও মাতা রিনা বেগম। পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্রান্সফরমার ও পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।