জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ায় স্ত্রীর উপর অভিমান করে তিন দিনে আশিক ও কামরান নামে দুই যুবক আত্মহত্যা করেছেন।
আশিক ১৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর বিরুদ্ধে ভিডিও বার্তা দিয়ে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আশিক মিয়া (৩২) নামক এক গাড়ি চালক। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫ টায় আখাউড়া-সিলেট রেল সেকশনের টিলাগাঁও রেলওয়ে স্টেশনের অদূরে রবিরবাজার-টিলাগাঁও লেভেল ক্রসিংয়ে এই ঘটনাটি ঘটেছে। আশিক মিয়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর বাখরনগর গ্রামের মখলিছ মিয়ার পুত্র। এদিকে ঘটনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিক মিয়ার দেওয়া একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। এতে তিনি বলছিলেন স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যা করছেন।
এদিকে গত ১১ আগস্ট সোমবার দুপুরে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া গ্রামের ছালু মিয়ার পুত্র কামরান (২০) স্ত্রীর উপর অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেন বলে ছেলের পিতা ছালু মিয়া জানান।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক জানান, দুটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন
তিস্তা নদী রক্ষা আন্দোলন, নদীর তীরে মশাল প্রজ্জ্বলন তিস্তাপাড়ের লক্ষাখিক মানুষের
রংপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
সখীপুরে আধুনিক চাষে প্রশিক্ষণ ও ফলদ চারা বিতরণ