August 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 13th, 2025, 5:31 pm

কুলাউড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় মোটরসাইকেল থেকে পড়ে আহত শিক্ষিকা মোছাম্মৎ হোছনা বেগম মারা গেছেন। মঙ্গলবার গভীর রাতে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। হাছনা বেগম কুলাউড়া উপজেলার রাউতগাঁও ইউনিয়নের একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন এর স্ত্রী। তিনি কুলাউড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।

কুলাউড়ার গণমাধ্যম কর্মী আলাউদ্দিন কবির জানান, শিক্ষিকা হাছনা বেগম অন্যান্য দিনের মতো  ১২ আগস্ট মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯ টায় স্বামীর মোটরসাইকেলে চড়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। রাউতগাও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় পৌছার পর তিনি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। গভীর রাতে তিনি মারা যান।

এদিকে শিক্ষিকা হাছনা বেগমের মৃত্যুর সংবাদে কুলাউড়ায় সহকর্মী ও শুভাকাঙ্খীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।