October 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 23rd, 2025, 6:22 pm

কুলাউড়ায় ২১৫টি মন্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় মোট ২১৫টি পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, জনপ্রতিনিধি, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, পূজা উদযাপন ফ্রন্ট এবং সাংবাদিকদের অংশগ্রহণে পূজা উদযাপনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপন ফ্রন্টসহ পূজা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে সভা করা হয়েছে। পূজা নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে প্রশাসনের সকল বিভাগের সমন্বয়ে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, সেনাবাহিনীর বড়লেখা ক্যাম্পের ক্যাপ্টেন মিছবাহুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, সাবেক সহকারী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকনজি, সিনিয়র সাংবাদিক সুশীল সেনগুপ্ত, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, পূজা উদযাপন পরিষদের সাবেক নেতা নির্মাল্য মিত্র সুমন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিধান দেব, সদস্য সচিব গৌরাঙ্গ দে, জেলা এনসিপি নেতা লিংকন তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শামীম আহমদ, মৌলভীবাজার ওয়ারিয়র্স অব জুলাইয়ের সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিছুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, উপজেলা এনসিপি নেতা ইব্রাহিম মাহমুদসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করা হবে। সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনও মো. মহিউদ্দিন তাঁর বক্তব্যে জানান, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য ইউনিয়ন পর্যায়ে সভা হয়েছে। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কুলাউড়ায় সেনা ক্যাম্পও থাকবে। সব পূজামন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।