জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী দল বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) বিকেলে সিংগুর উচ্চ বিদ্যালয় হলরুমে ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলে তিন পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে সভাপতি পদে বিএনপি নেতা ফখরুল ইসলাম ৪০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি মহরম আলী পেয়েছেন ৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে শফিক উদ্দিন ৪৫ পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি জসিম উদ্দিন পেয়েছেন ২৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাহেদ মিয়া ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি ইমাম উদ্দিন পেয়েছেন ২২ ভোট। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন বরমচাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল জহুর ডেন।
এরআগে কাউন্সিলপূর্বক আলোচনা সভায় বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল জহুর ডেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তোফায়েল হোসাইন খান জমসেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল, সদস্য জয়নাল আবেদীন বাচ্চু, শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, সদস্য ও বরমচাল ইউনিয়ন বিএনপির সমন্বয়ক কমর উদ্দিন আহমদ কমরু, সদস্য আব্দুল মুক্তাদির মনু, বিএনপি নেতা সারোয়ার আলম বেলাল, বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য তারেক আহমদ মধু, নজরুল ইসলাম মাস্টার, ইউনিয়ন বিএনপি নেতা ফখরুল আমিন, কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন ভুঁইয়া, ময়নুল হক বকুল, বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইছহাক চৌধুরী ইমরান, আবু হানিফ, আব্দুল হাকিম, জাকিরুল ইসলাম শামীম, মিজানুর রশীদ সুমন প্রমুখ। এসময় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
প্রতারক টিপুর ফাঁদে নিঃস্ব নওয়াপাড়ার অর্ধশতাধিক ব্যবসায়ী
পীরগঞ্জে প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি তাকিয়া জাহান
খুলনা বিভাগের ৩২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা