July 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 9th, 2025, 5:47 pm

কুলাউড়া রেলস্টেশনে নেমে ধর্ষণের শিকার হলেন কিশোরী

 

জেলা প্রতিনিধিমৌলভীবাজার:

মায়ের সাথে সিলেট থেকে ট্রেনযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাড়ি ফিরছিল কিশোরী (১৭)। সিলেট থেকে ভানুগাছ স্টেশনের আসনবিহীন টিকিট কাটেন তারা। ট্রেনের বগিতে যাত্রীদের অনেক ভিড় ছিল। পথিমধ্যে কুলাউড়া জংশন স্টেশনে ট্রেন পৌঁছার পর ওই কিশোরী ভানুগাছ স্টেশন মনে করে সেখানে ভূলে নেমে পড়ে। এসময় মাকে খুঁজে না পেয়ে কিশোরীর সন্দেহ হয়। এরই মধ্যে ট্রেনও ছেড়ে চলে যায়। বাড়ি ফিরতে পরবর্তী ট্রেনের অপেক্ষা করছিল কিশোরী। একপর্যায়ে আক্তার আলী (২৮) নামের এক গাড়িচালক যুবকের সঙ্গে কিশোরীর পরিচয় হয়। আক্তার আলীর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থগ্রামে। তিনি পেশায় প্রাইভেট কারের চালক। কুলাউড়া রেল স্টেশন এলাকা থেকে প্রতি দিন সিলেটে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। ওই যুবক কিশোরীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একাধিকবার ধর্ষণ করেন। এমনকি কিশোরীকে ফেরত দেওয়ার কথা বলে তার এক আত্মীয়কে সামাজিক যোগাযোগমাধ্যমে ২০ হাজার টাকাও ওই যুবক দাবি করেন বলে অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে কিশোরীর পরিবারের পক্ষ থেকে ৮ জুলাই মঙ্গলবার কুলাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আক্তার আলীকে গ্রেপ্তারও করা হয়েছে।

মামলার এজাহার ও কিশোরীর স্বজন সূত্র জানায়, কিশোরীর পরিবার খুবই দরিদ্র। হাসপাতালে ভর্তি এক আত্মীয়কে দেখে গত ৩০ জুন মায়ের সঙ্গে সে বাড়ি ফিরছিল। ট্রেনে ভিড়ের মধ্যে সে তার মাকে হারিয়ে ফেলছিল। ভুলে কুলাউড়া রেল স্টেশনে নামার পর কার চালক আক্তার তাকে বাড়ি পৌঁছে দেবেন জানান। এতে কিশোরী রাজি হয়ে গাড়িতে উঠে পড়ে। আক্তার সিলেট নগরে একটি আবাসিক হোটেলে তাকে নিয়ে উঠেন। সেখানে কিশোরীকে একটি বাহিনীর পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখান। একপর্যায়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে (কিশোরী) একাধিকবার ধর্ষণ করেন। এজাহারে বলা হয়, নিখোঁজের সময় কিশোরীর কাছে একটি  মুঠোফোন ছিল। সিলেটে যাওয়ার পর আক্তার তার কাছ থেকে মুঠোফোনটি কেড়ে নিয়ে যান। ওই মুঠোফোনে থাকা কিশোরীর এক আত্মীয়ের সঙ্গে তিনি ইমোতে কথা বলেন।এ সময় তিনি নিজেকে একটি বিশেষ বাহিনীর পরিচয় দিয়ে জানান, কিশোরী তাঁর হেফাজতে রয়েছে। তাকে ফেরত দিতে বিকাশে ২০ হাজার টাকা পাঠাতে হবে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ৭ জুলাই সোমবার রাতে সিলেট নগরের কদমতলী এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও গাড়ি চালক আক্তার আলীকে গ্রেপ্তার করা হয়।