জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর তীরের ভুকশিমইল ইউনিয়নের তিনটি বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
২৩ জুন বৃহস্পতিবার বেলা তিনটায় ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল স্কুল ও কলেজ আশ্রয়কেন্দ্র, কাইরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ও ঘাটেরবাজার শেড আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়া দূর্গত মানুষদের পাশে দাঁড়ান এবং মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে শুকনো খাবার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম সফি আহমেদ সলমান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: ফেরদৌস আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো:
মেহেদী হাসান, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: জাকির হোসেন, পিআইও মো: শিমুল আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: মহসীন, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, মুক্ত
স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বাবুসহ কুলাউড়া সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
শুকনো খাবারের মধ্যে ছিলো ২০০ প্যাকেট চিড়া, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি, ১০০ প্যাকেট স্যালাইন, চাল ১০ কেজি, মসুর ডাল ১ কেজি, আয়োডিন লবন ১ কেজি, ভোজ্য তেল ১ লিটার, লবন ১ কেজি, মরিচের গুঁড়ো, হলুদের গুড়ো, ধনিয়া গুড়ো
১ প্যাকেট, শিশু খাদ্য ৪০ প্যাকেট, চিনি গুড়া চাল ১ কেজি, দুধ ২০০ গ্রাম, চিনি ১ কেজি, সাগু ৫০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, মসুর ডাল ২৫০ গ্রাম, সয়াবিন তেল ১ লিটার, গো-খাদ্য ৪০ প্যাকেট।
কুলাউড়ায় বন্যার্তদের মধ্যে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

আরও পড়ুন
শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে লোকবল সংকট, সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তা
কমলগঞ্জে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের টাকায় ব্যাপক অনিয়মের অভিযোগ
গঙ্গাচড়ায় আওয়ামী লীগের দাপুটে নেতা মতিন গ্রেপ্তার