January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 15th, 2023, 10:40 am

কুলাউড়ায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া পৌরসভার আয়োজনে ও আব্দুল বারী চৌধুরী স্পোর্টস একাডেমির পৃষ্ঠপোষকতায় ১৪ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।

কুলাউড়া পৌর সভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার আতাউর রহমান চৌধুরী ছোহেল এবং উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু’র যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম সিদ্দিকী নানু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্স, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল পাল, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন প্রমুখ।

২৫টি টিমের অংশগ্রহণে অনুষ্টিত মেয়র কাপের উদ্বোধনী খেলায় হোসেনপুর ফ্রেন্ডস ক্লাব কাদিপুর ২ গোলের ব্যবধানে ভুকশিমইল একাদশকে পরাজিত করে।