January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 14th, 2024, 8:04 pm

কুষ্টিয়ায় কুলখানি নিয়ে দ্বন্দ্ব, নিহত ১

কুষ্টিয়ার হাতিয়ায় কুলখানি নিয়ে দ্বন্দ্বে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বকুল বিশ্বাস (৬০) একই এলাকার আফতাব বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন চাল ব্যবসায়ী।

নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বকুল বিশ্বাসের চাচি মারা যান। তার কোনো সন্তান ছিল না। চাচির চল্লিশা অনুষ্ঠানে অন্যান্য চাচাতো ভাইরা বড় করে আয়োজন করে তাদের সমাজের লোকজনকে খাওয়ানোর দাবি তোলেন। এতে বকুল বিশ্বাস ও তার পরিবারের লোকজন অপরাগতা প্রকাশ করে। গত শনিবার বকুল বিশ্বাস তাদের সমাজের লোকজন নিয়ে চাচির চল্লিশার কাজ শেষ করেন। এরই জের ধরে রাতে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত ৬নং ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহিন আক্তার বলেন, ‘এশার নামাজের পর আমরা স্থানীয় চায়ের দোকানে ছিলাম। এ সময় বকুলের চাচাতো ভাই শিপন বিশ্বাসসহ তার ২০-২৫ সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বকুল ও ৮ জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসক বকুলকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’

কুষ্টিয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ‘রাতে ৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে বকুল নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে সামাজিক দলাদলি নিয়ে হামলায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

——ইউএনবি