কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রেললাইন থেকে শনিবার রাতে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জানান, কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনের কুমারখালীর সিএমবি রেলগেট এলাকায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
রেললাইনে দুর্ঘটনা ঘটেছে বলে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলেও জানান ওসি।
আশিক নামে এক স্থানীয় বলেন, ‘সাড়ে ৮ টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যায়। হয়তো ওই ট্রেনে ঘটনাটি ঘটতে পারে।’
—ইউএনবি

আরও পড়ুন
গাবতলী ও শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৩৫ লাখ টাকার চোরাচালানী জব্দ, আটক ১
হোসেনপুরে অধিকাংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক: ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম