January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 6th, 2022, 2:55 pm

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৫ মার্চ) রাতে প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন বিশ্বাস (৩৫) উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া গ্রামের আকবর বিশ্বাসের ছেলে।

প্রাগপুর (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান জানান, লিটনসহ কয়েকজন ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া এলাকার সীমান্ত দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে লিটন বিশ্বাস নিহত হয় এবং অন্যরা বাংলাদেশ সীমানায় পালিয়ে আসে।

তবে দৌলতপুর থানার (ওসি) জাবীদ হাসান জানান, নিহতের লাশ হোগলবাড়িয়া থানায় রাখা হয়েছে এবং হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

—ইউএনবি