অনলাইন ডেস্ক :
গুণী অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন। তাঁর ডান পা মচকে গেছে এবং তিনি পিঠের নিচের অংশে আঘাত পেয়েছেন। সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি জানিয়ে অভিনেত্রী বলছেন, ‘বন্ধুরা, গত কয়েক দিন আমি বিছানায় ছিলাম। সিঁড়ি থেকে পড়ে আমার ডান পা মচকে যায় এবং আমার পিঠের নিচের অংশে আঘাত পাই। যদিও ভাগ্যক্রমে কোনো কিছু ছিঁড়ে যায়নি বা ভাঙেনি। এখন একটু ভালো লাগছে। হাসপাতালে যাওয়ার পর এই আমার প্রথম বাইরে বের হওয়া। ভাবলাম আপনাদের সবাইকে জানাই। ’পরে আরেকটি পোস্টে শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। লিখেছেন, ‘আমার হৃদয়ে মায়াভর্তি এমন কিছু বন্ধু রয়েছে, আপনাদের শুভাশীষে আমি শিগগির সেরে উঠবো, সবাইকে অজ¯্র ভালোবাসা। আশির দশকে সুবর্ণা মুস্তাফা বাংলাদেশের অন্যতম দর্শকপ্রিয় টিভি অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ঘুড্ডি ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আসেন। বিশেষ করে আফজাল হোসেন এবং হুমায়ুন ফরীদির সাথে তার জুটি ব্যাপক দর্শক সমাদর লাভ করে। এ ছাড়া তিনি হুমায়ূন আহমেদের লেখা কোথাও কেউ নেই ও রোববার টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। টেলিভিশন নাটকের পাশাপাশি তিনি ২২ বছর মঞ্চে অভিনয় করেন। মঞ্চ ও টিভি- দুই মাধ্যমেই জনপ্রিয়তা পান তিনি। সেসময় তিনি বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেন। ১৯৯০ সালে বিটিভিতে প্রচার হওয়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকত উল্লাহর পরিচালনায় ‘কোথাও কেউ নেই’ নাটকের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। ওই নাটকে আসাদুজ্জামান নূরের কালজয়ী চরিত্র ‘বাকের ভাই’য়ের নায়িকা মুনা চরিত্রে অভিনয় করেন সুবর্ণা। তারপর নিয়মিত তাকে হুমায়ূন আহমেদের নাটকে কাজ করতে দেখা যায়। ব্যাপক জনপ্রিয়তা পায় ‘রোববার’ নাটকটিও।
আরও পড়ুন
‘বাগান বিলাস’ নিয়ে আসছেন জয়া
এক সিনেমায় মোশাররফ করিম-রাজ, নায়িকা ফারিণ
মুক্তি পেল ‘হৃদয়ের আয়না’