কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে জামায়াত ইসলামীর উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি উপকরণ বিতরণের আয়োজন করেন জামায়াত ইসলামী বাহাদুরশাদী ইউনিয়ন শাখা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) আসর বাদ উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গনে স্থানীয় কৃষক-কৃষাণীদের মাঝে শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়। বাহাদুরশাদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাহাদুরশাদী ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মাহমুদউল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
অনুষ্ঠানে প্রায় ৫শতাধিক কৃষক-কৃষাণীর মাঝে কৃষি উপকরণ হিসেবে শীতকালীন সবজির বীজ যেমন লাল শাক, পুঁইশাক, পালংশাক ও ঢেঁড়স এবং ইউরিয়া ও ফসফেট সার বিতরণ করা হয়।
প্রধান অতিথি এসময় বলেন, বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। আমাদের দেশের মাটি সোনার চেয়ে ও খাটি। অতি সহজেই এই মাটি থেকে ফসল উৎপাদন করা সম্ভব। কৃষকরা পর্যাপ্ত কারিগরী সহায়তা ও সেচের সুবিধা পেলে গ্রামীণ অর্থনীতির ভিত্তি তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে সক্ষম হবে। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষি খাতকে আরোও আধুনিকায়ন করবে।

আরও পড়ুন
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও
কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি
মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ইউপির চেয়ারম্যানসহ আটক-১০