May 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 11th, 2025, 7:17 pm

কৃষি উন্নয়ন জাতীয় উন্নয়নকে গতিশীল করে : মো: মাহবুবুল হক পাটওয়ারী

এস এ  শফি, সিলেট: কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মাহবুবুল হক পাটওয়ারী বলেছেন, কৃষি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি।
কৃষির উন্নয়ন কৃষকের উন্নয়নের পথকে সুগম করার পাশাপাশি জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করে। কৃষিভূমির প্রতিটি ইঞ্চি বৈজ্ঞানিক পদ্ধতিতে নিবিড়ভাবে চাষাবাদের মাধ্যমে দেশের কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। তিনি সিলেটের কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করতে সংশ্লিষ্টদের আরো আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান।
তিনি রবিবার দুপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ, প্রদর্শনী পরিদর্শন শেষে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী পূর্ব পাড়ায় উপজেলা কৃষি অফিস গোলাপগঞ্জে আয়োজিত মাঠ দিবস (ফসল – বারি পানি কচু১ লতিরাজ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী ঢাকার অতিরিক্ত পরিচালক ড.মোহাম্মদ কাজী মুজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অন্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ রকিব উদ্দিন।
উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ মনসুর আলমের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাশরেফুল আলম। বক্তব্য রাখেন কৃষক আলতাব হোসেন, জাকির হোসেন, আব্দুল মালেক।