বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে—এ বিষয়ে দলের নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন।
তারেক রহমান বলেন, “আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিককে সচেতন থাকতে হবে। কেউ যদি দলের নাম বা বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে চায় কিংবা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়, তবে তা প্রতিহত করতে হবে। এই দায়িত্ব সবার।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে ধানের শীষের যত নেতাকর্মী আছেন, যারা এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছেন, আমাদের সবার লক্ষ্য হতে হবে একটাই—ঐক্যবদ্ধ থাকা। কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। এর কোনো বিকল্প নেই।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
ইরানজুড়ে সহিংস বিক্ষোভ, হাসপাতালে আহতের ঢল
হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে চাই না : দুদক চেয়ারম্যান