August 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 6th, 2025, 4:10 pm

কেএফসি ও এডিবল অয়েল মালিকসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ছবি: সংগৃহীত

 

নিম্নমানের তেল ব্যবহারের অভিযোগে কেএফসির মালিক ও তেল সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান।

গত সোমবার (৪ আগস্ট) মামলাটি আমলে নিয়ে চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথি।

জানা গেছে, গত ২৭ ও ২৯ জুলাই কেএফসির পল্টন শাখা থেকে সংগ্রহ করা তেলের ল্যাব পরীক্ষায় প্রমাণ মেলে—তেলটি মানহীন এবং তা দিয়েই খাদ্য প্রস্তুত করা হতো।

এ ছাড়া পল্টনের কস্তুরি রেস্টুরেন্ট বিএসটিআই’র দইয়ের কোড ব্যবহার করে প্রতারণা করছিল। ‘মা সুইটস’ নামক প্রতিষ্ঠানেও মিষ্টিতে ভেজালের প্রমাণ পাওয়া গেছে।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তিরা হলেন, বাংলাদেশ এডিবল অয়েলের মো. দবিরুল ইসলাম, পল্টনের কেএফসি ফ্র্যাঞ্চাইজি মালিক আতিকুর রহমান, হোটেল কস্তুরির কাওছার আহমেদ ও মা সুইটসের বিশ্বজিৎ চন্দ্র।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এই ধরনের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এনএনবাংলা/আরএম