January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 10th, 2023, 8:52 pm

কেকেআর ক্যাম্পে লিটন

অনলাইন ডেস্ক :

আইপিএল খেলতে গত রোববার ঢাকা ছেড়েছেন লিটন দাস। সোমবার ভারতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ক্যাম্পেও যোগ দিয়েছেন তিনি। সোমবার (১০ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ফেসবুকে পেজে লিটনের যোগ দেওয়ার খবর নিশ্চিত করা হয়। সেখানেই মারকুটে ওপেনারের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পৌঁছে গেছে লিটন দা।’ আইপিএলে এবারই প্রথম খেলার সুযোগ হয়েছে লিটন দাসের। নিলামে তাকে ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যার নেতৃত্বে রয়েছেন নীতিশ রানা। এখন পর্যন্ত তিন ম্যাচে কেকেআর দুটি জয় পেয়েছে। তাদের পরর্বর্তী ম্যাচ ১৪ এপ্রিল। ওই ম্যাচে নির্বাচনের জন্য লিটন বিবেচিত হতে পারবেন। তবে কলকাতা নাইট রাইডার্স একাদশে তার সুযোগের সম্ভাবনা বেশ ক্ষীণই বলা চলে। আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রহমতউল্লাহ গুরবাজ শুরুর দুই ম্যাচেই রান পেয়েছেন। অবশ্য তৃতীয় ম্যাচে করেছেন ১৫ রান। এর বাইরে দলের সঙ্গে যুক্ত হয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়ও। তাই ফর্মে থাকলেও টিম কম্বিনেশনের কারণে লিটনের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তবু ডানহাতি এই ব্যাটার আইপিএলের মতো এমন একটি ইভেন্টে যেতে পেরে ভীষণ খুশি। রোববার ঢাকা থেকে কলকাতায় যাওয়ার সময় বিমানবন্দরে বাংলাদেশি এই উইকেটকিপার ব্যাটার জানিয়ে গেছেন, ‘এটা একটা সুযোগ আমি মনে করি। এরকম একটা ইভেন্টে কখনও যেতে পারিনি, প্রথমবার আমার জন্য। অবশ্যই ভালো লাগার, আমি খুশি।’ তিনি আরও বলেছেন, খেলার সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করবেন, ‘তারা যদি খেলাতে পারে আমি খেলবো। তেমন কোনো লক্ষ্য নির্ধারণ করা নেই। যদি সুেেযাগ থাকে ভালো ক্রিকেট খেলবো। সমর্থকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এখানে যেমন সমর্থন করেন সেখানেও করবেন। সমর্থন করলে ভালো কিছুই হয়।’