অনলাইন ডেস্ক :
একদিকে বক্স অফিস তছনছ করছে এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’। যেখানে মুখ্য চরিত্রে আছেন জুনিয়ার এনটিআর। সব রেকর্ড ভেঙে ‘আরআরআর’ এখন ভারতের সবচেয়ে সফল ছবি। অন্যদিকে, মুক্তি না পেলেও ‘কেজিএফ-২’ পিছু নিয়েছে তাদের। অগ্রিম টিকিটি বিক্রিতে ছাপিয়ে গেছে ‘আরআরআর’কে। দুই ছবির ভক্তদের জন্য সুখবর হলো, বড় ধামাকা আসছে। তৈরি হচ্ছে সুবিশাল ক্যানভাসের দক্ষিণি ছবি। যা পরিচালনা করছেন ‘কেজিএফ-২’ পরিচালক প্রশান্ত নীল। অভিনয়ে থাকবেন জুনিয়র এনটিআর। দক্ষিণের সঙ্গে থাকছে বলিউড হাওয়া। এতে যোগ হচ্ছেন দীপিকা পাড়ুকোন। তেমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমকে। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে দীপিকা জানিয়েছিলেন, দক্ষিণি সুপারস্টার জুনিয়র এনটিআর ও আল্লু অর্জুনকে দারুণ পছন্দ তার। সুযোগ পেলেই এই দুই অভিনেতার সঙ্গে কাজ করতে চান দীপিকা। শুধু দীপিকাই নন, এনটিআরও দীপিকার প্রশংসায় পঞ্চমুখ। এবার এই জুটিকেই এবার দক্ষিণী ছবির পর্দায় নিয়ে আসছেন পরিচালক প্রশান্ত। খবর অনুযায়ী, এই বছরের শেষেই শুরু হবে এই ছবির শুটিং। এর আগে দক্ষিণি সুপারস্টার রজনীকান্তের সঙ্গে জুটি বেঁধে তামিল ছবি ‘কোচাদাইয়া’তে অভিনয় করেছিলেন দীপিকা। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘গেহরাইয়া’। ছবিটি তীব্র সমালোচনার মুখে পড়েছিল। সিনেপ্রেমীরা খুব একটা পছন্দ করেননি দীপিকার এই ছবি। অন্যদিকে, এই তারকা এখন কাজ করছেন বহুল আলোচিত ‘পাঠান’-এ। যেখানে তার সহঅভিনেতা শাহরুখ খান। সূত্র: হিন্দসিপ, কইমই
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!