January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 3rd, 2024, 7:53 pm

কেজিতে ৩ টাকা ৩৪ পয়সা কমল এলপিজির দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে ৩ টাকা ৩৪ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি কেজিতে নতুন দর ১২৩ টাকা ৫২ পয়সা থেকে কমিয়ে ১২০ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বুধবার এলপিজি এই নতুন দাম নির্ধারণ করেছে বিইআরসি।

গৃহস্থালি ও বাণিজ্যিক খরচ কমে যাওয়ায় বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ পরিবর্তন কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসি জানায়, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আগে ১ হাজার ৪৮২ টাকা ছিল, তা এখন থেকে ৪০ টাকা কমে ১ হাজার ৪৪২ টাকা হবে।

এই সমন্বয়টি ৫ দশমিক ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন এলপিজি সিলিন্ডার আকারের মধ্যে একটি যৌক্তিক স্কেল অনুসরণ করে এবং বিভিন্ন ভোক্তা বিভাগে আনুপাতিক মূল্য সংশোধনের প্রয়োজনীয়তা মোকাবিলা করে।

এছাড়া মোটরযানে ব্যবহৃত এলপিজি ভ্যারিয়েন্টের অটোগ্যাসের দাম লিটার ৬৭ টাকা ৬৭ পয়সার পরিবর্তে ৬৬ টাকা ২১ পয়সা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, রাষ্ট্রায়ত্ত এলপি গ্যাস কোম্পানির বাজারজাত এলপিজির দাম অপরিবর্তিত থাকবে।

এই ব্যতিক্রমটি তার স্থানীয় উত্পাদন ও কোম্পানির ন্যূনতম বাজার ভাগের জন্য দায়ী করা হয়, যা পাঁচ শতাংশেরও কম।

এলপিজির দাম সামঞ্জস্য করার সিদ্ধান্তটি আন্তর্জাতিক বাজারে ক্রমহ্রাসমান ব্যয়ের পরিপ্রেক্ষিতে এসেছে, বিশেষত সৌদি সিপি (চুক্তি মূল্য) বৃদ্ধির সঙ্গে যুক্ত, যা প্রাথমিকভাবে মধ্য প্রাচ্য থেকে এলপিজি আমদানিকারী স্থানীয় অপারেটরদের জন্য একটি মানদণ্ড হিসাবে কাজ করে।

—-ইউএনবি