ষ্টাফ রির্পোটার :
ঈদ উপলক্ষে রাজধানীর কাঁচাবাজারে জমজমাট মাংসের বেচাকেনা। গরু ৬০০ আর ও খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। মাছের বাজারে ইলিশ ও বড় মাছের চাহিদা থাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। সেই সঙ্গে সরবরাহ কমের অজুহাতে দাম চড়া শশা, টমেটোর মতো সালাদ উপকরণের।
আগামীকাল ঈদ। তাই শেষ সময়ে মাংসের বাজারে ক্রেতাদের এই ভিড়। গরু ও খাসির মাংসের চাহিদা বেশি। অন্যান্য দিনের তুলনায় বেচাকেনা বেশি হলেও নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে বলে জানান দোকানিরা।
গরু মাংস বিক্রেতা জানান, সকাল থেকে ছয়টা গরু জবাই দিয়েছি। সব শেষ হয়ে গেছে। বিক্রি ভালো। খাসি বিক্রি হচ্ছে ৯০০ টাকা। গরু মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা।
মুরগির দোকানগুলোতেও ক্রেতার চাপ দেখা যায় তুলনামূলক বেশি। দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০ আর কক ও ব্রয়লার মুরগি হচ্ছে ২৮০ ও ১৬০ টাকা কেজি।
মুরগি বিক্রেতা জানান, দেশি মুরগির দাম বেশি হওয়ায় অনেক পাকিস্তানি মুরগি কিনে নেন।
এদিকে, সবজির বাজারে চাহিদা বেড়েছে শশা, টমেটো, লেবু, গাজরের মতো সালাদের উপকরণের। সরবরাহ কমের অজুহাতে দামটাও বেড়েছে।
বাজারে অন্যান্য সবজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৭০ টাকা কেজির মধ্যে।
আরও পড়ুন
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
প্রথম যাত্রায় খুলনার ৫৫৩ যাত্রী খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু