January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 7th, 2022, 7:48 pm

কেন নিজেকে গুটিয়ে নিচ্ছেন মাহি?

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রযোজকদের পছন্দের তালিকায় তার নাম প্রথম সারিতেই রয়েছে। যে কারণে তার পারিশ্রমিকও চড়া। কিন্তু হঠাৎ করেই চলচ্চিত্র থেকে মাহি নিজেকে গুটিয়ে নিচ্ছেন। ক্যারিয়ারের মধ্যগগণে এসে হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই ধারণা করছিলেন সন্তানের মা হচ্ছেন মাহি। এই ধারণা আরো পোক্ত হয় যখন জানা গেল মাহি সন্তানের নাম ঠিক করেছেন। তবে নাম ঠিক করে রাখলেও মাহি এখনই মা হচ্ছেন না বলে জানিয়েছেন। তাহলে কাজ কম করছেন কেন? এমন প্রশ্নের জবাবে মাহির উত্তর- ‘গড়পড়তা কাজ আর করতে চাচ্ছি না। মাহি বলেন, ‘শুধু ভালো কাজ হলেই নিজেকে জড়াবো। যে কাজে দর্শক চাহিদা পূর্ণ হবে তেমন কাজ করতে রাজি আছি। এক কথায় মানসম্পন্ন কাজ হলেই করবো, না হলে নয়।’ মাহি গত ৬ এপ্রিল বিজ্ঞাপনের শুটিং করেছেন। অনন্য মামুন পরিচালিত এতে মাহির সঙ্গে পরিচালককেও দেখা যাবে। মাহি বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করে ভালো লেগেছে। অনন্য মামুন ভাইয়ের পরিচালনায় এর আগে একটি সিনেমায় অভিনয় করেছিলাম। সব মিলিয়ে বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’ মাহিয়া মাহি এখন রেস্টুরেন্ট ব্যবসায় মনোযোগী। সম্প্রতি নিজেই ইফতার বিক্রি করেছেন। ব্যবসা ও সংসারের ব্যস্ততায় হয়তো চলচ্চিত্রকে ছুটি দিচ্ছেন এই নায়িকা- এমনটা ধারণা করছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকে। সর্বশেষ মাহিকে ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা গেছে। গত বছর ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাওয়া এই সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান।