অনলাইন ডেস্ক :
কে ভিলেন? কে নায়ক? রহস্যঘেরা এই প্রশ্ন নিয়ে প্রকাশ পেয়েছে ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমার ট্রেইলার! মুহিত সুরি পরিচালিত ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘এক ভিলেন’-এর সিক্যুয়েল এই সিনেমা। আগের সিনেমায় ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর, রিতেশ দেশমুখ। এবার আছেন জন আব্রাহাম ও অর্জুন কাপুর। সঙ্গে দিশা পাটানি ও তারা সুতারিয়া। প্রকাশিত ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেইলার অ্যাকশনে ভরপুর। পাশাপাশি রয়েছে জন-দিশা ও অর্জুন- তারা সুতরিয়ার রোমান্স। এতে দেখা গেছে, ‘এক ভিলেন’ সিনেমার আট বছর পরের গল্প। শুরুতে দেখানো হয়, একতরফা ভালোবাসেন এমন মেয়েদের হত্যা করা জন আব্রাহামের রোগ। একের পর এক মেয়েকে হত্যা করছেন তিনি। কিন্তু জনের এই মিশন ঠেকানোর চেষ্টা করতে থাকেন অর্জুন। কিন্তু প্রকৃত নায়ক ও ভিলেন কে? এমনটা প্রশ্ন রয়েই গেছে। ইতোমধ্যে সিনেমার পোস্টার ও অভিনেতাদের লুক দর্শকের মন জয় করেছে। ট্রেইলারের প্রশংসাও করছেন নেটিজেনরা। আগামী (২৯ জুলাই) সিনমোটি মুক্তি পাবে।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির