ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর বিসিক শিল্প নগরীর প্রাইম প্রিন্ট এন্ড প্যাকেজিং ফ্যাক্টরিতে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছে।
কারখানার মালিক মহসিন সরকার জানান, যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানটির কাঁচামাল ও মেশিনসহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার জোন-৫ উপসহকারী পরিচালক আাজিজুর রহমান জানান, খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে মেশিনারি থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন