ঢাকার কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার দুপুর ২টায় মতেল থানার নড়ন্ডী মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মুরাদ(১৮) মজিবুর রহমানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে জাতীয় পরিচয়পত্রের ছবি তোলার জন্য মুরাদ,নাফিসহ কয়েকজন নয়াবাজার ডিগ্রি কলেজে যায়। এ সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে শিলারিটোলা গ্রামের সাহেব আলী, রায়হান, সাগর, মিলন, সিয়াম ও আজয়ের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জেরে ছবি তুলে বাড়ি ফেরার পথে সাহেব আলী, সাগর, রায়হান ও তার সহপাঠীরা তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় মুরাদ ও রাফিকে হাসপাতালে নেয়ার পথে মুরাদের মৃত্যু হয়।
নাফির অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তারা।
অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন