ঢাকার কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার দিবাগত রাতে এক নবদম্পতির মৃত্যু হয়েছে। দম্পতি ইসমাইল (২০) ও তার স্ত্রী কাজল আক্তার (১৮) উপজেলার আটি বাজার সুমন হাউজিং এলাকার বাসিন্দা।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর অর-রশিদ বলেন, এই দম্পতি ভাড়া বাসায় থাকতেন।
তিনি আরও বলেন, দিবাগত রাত ১২টার দিকে ভেজা হাতে একটি সুইচ স্পর্শ করলে কাজল বিদ্যুৎস্পৃষ্ট হন।
ওসি বলেন, তার স্বামী ইসমাইল স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে দুজনই গুরুতর আহত হন।
দম্পতিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান, জব্দ করল এনবিআর
দুটি হত্যা মামলার আসামী যুবলীগ নেতা শাহিদ মাহমুদ গ্রেপ্তার
কুলাউড়ায় আলোচিত স্কুলছাত্রী আনজুম হত্যা- খুনি জুনেলের ২ দিনের রিমান্ড মঞ্জু