Saturday, November 27th, 2021, 8:25 pm

কেরিয়ারে নতুন কিছু করতে চান তারা

অনলাইন ডেস্ক :

তারা সুতরিয়া কেরিয়ার শুরু করেছিলেন সংগীত শিল্পী হিসেবে, তারপর হয়ে গেলেন অভিনেত্রী। এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে তারার এক ভিলেন রিটার্নস। হাতে রয়েছে আরও কয়েকটি ছবি। একের পর এক বাণিজ্যিক ছবিতে কাজ করে চলেছেন তিনি। তবে এবার কেরিয়ারে নতুন কিছু করতে চান তারা। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি। তারা জানিয়েছেন, তিনি এমন কিছু করতে চলেছেন যা হয়তো তার অনেক আগেই করার ছিল। তবে একেবারে অন্য রকম লুকে তাকে দেখতে দর্শকের যে মন্দ লাগবে না তা নিয়েও নিশ্চিত তারা। তারা এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক কিছু শিখেছেন। বলিউডে তিনি নিজেকে কোথায় দেখতে চান তাও তার কাছে একরকম পরিস্কার। বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে তারা খুশি। তবে এবার তিনি এমন কিছু করতে চলেছেন যা, তিনি এতকাল যা করে এসেছেন তাঁর সঙ্গে একেবারেই মেলে না। তবু এমনটাই করতে চান তারা।