December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 2nd, 2022, 9:40 pm

কেয়ার মেডিকেল কলেজের সব অনুমোদন বাতিল

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের বেসরকারি কেয়ার মেডিকেল কলেজের সব অনুমোদন বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (২রা নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপ সচিব মাহবুবা বিলকিসের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, বেসরকারি কেয়ার মেডিকেল কলেজ বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ (সংশোধিত)-এর শর্তসমূহ প্রতিপালন না করায় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়। মন্ত্রণালয়ের স্থগিতাদেশের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ হাইকোর্টে রিট পিটিশন দায়ের করে ও কলেজের কার্যক্রম চলমান রাখে। গত ২৬ জুলাই এ রিট পিটিশন প্রত্যাহার করা হয়। স্থগিতাদেশের পর গত পাঁচ বছরেও কলেজ কর্তৃপক্ষ কলেজের মান উন্নয়ন করতে পারেনি এবং অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নেতৃত্বে গঠিত পরিদর্শন কমিটি কেয়ার মেডিকেল কলেজ সর্বশেষ গত ১৪ জুন পরিদর্শন করে। পরিদর্শন প্রতিবেদন অনুসারে, কলেজটিতে সুষ্ঠু অ্যাকাডেমিক পরিবেশ নেই, শিক্ষকের ঘাটতি রয়েছে, বিদ্যমান হাসপাতাল ও কলেজের নামে নিজস্ব জমি নেই, মেডিকেল কলেজ ও হাসপাতাল একই ক্যাম্পাসে অবস্থিত নয়, হাসপাতালের বেড অকুপেন্সি ৭০ শতাংশের জায়গায় মাত্র ১০ শতাংশ আছে। সর্বোপরি, বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা, ২০১১ (সংশোধিত) এবং ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০১২’ অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ কলেজ পরিচালনার নূন্যতম শর্ত পূরণ করতে পারেনি বলে প্রতিবেদনে বলা হয়। কেয়ার মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ কলেজ পরিচালনায় অপারগতা প্রকাশ করায় এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মতামত গ্রহণ করা হয়। ওই মতামতের পরিপ্রেক্ষিতে এবং অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের স্বার্থ বিবেচনায় গত ২৩ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে কেয়ার মেডিকেল কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কেয়ার মেডিকেল কলেজে নানা ধরনের ঘাটতি ও সমস্যা থাকায় ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হয়নি বলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং অধ্যক্ষ জানান। তারা কলেজটি পরিচালনায় আর আগ্রহী নন বলেও সভাকে অবহিত করেন। গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত সভায় বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২ এর ধারা-২৪ অনুসারে বেসরকারি কেয়ার মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।