অনলাইন ডেস্ক :
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে লিওনেল মেসির। অথচ এই ক্লাবেই ২০০৮ সাল থেকে ১০ নম্বর জার্সি পরে মাঠ মাতিয়ে আসছিলেন। চুক্তি না হওয়ায় আসছে মৌসুমে আর এই জার্সিতে বার্সা কিংবদন্তিকে দেখা যাবে না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মেসির ১০ নম্বর জার্সি কে পাবেন? এমন প্রশ্ন উঠলেও ১৩ বছর ধরে মেসির সঙ্গে এই ১০ নম্বর জার্সি অনেকটাই মিলেমিশে একাকার। যে কারণে হুয়ান গাম্পার ট্রফি জেতার দিনে দশম মিনিটে মেসিকেই স্মরণ করেছিলেন সমর্থকরা। এখন পরিস্থিতি পাল্টানোয় নতুন করে কেউ এই জার্সি পরে মাঠে নামার সম্ভাবনা আপাতত কমই! তার প্রমাণও পাওয়া গেছে সর্বশেষ ম্যাচে। জুভেন্টাসের বিপক্ষে ১০ নম্বর জার্সি পরে কেউ মাঠে নামার সাহসই করতে পারেননি। অবশ্য মেসির আগে এই ১০ নম্বর জার্সি পরে রিভালদো, রিকুয়েলমে ও রোনালদিনহোরা মাঠ মাতিয়েছেন। এরমধ্যে মেসিই সবচেয়ে বেশি সময় ধরে এই জার্সি পরে খেলেছেন। এ ছাড়া রোনালদিনহো পরেছেন পাঁচ বছর। এখন দেখার বিষয় হচ্ছে বার্সেলোনায় ১০ নম্বর জার্সি কি এবার ‘সাময়িক অবসরে’ যাবে, নাকি অন্য কারও গায়ে উঠবে।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে