অনলাইন ডেস্ক :
ক্যাটরিনা কাইফ, জারিন খান, সোনাক্ষী সিনহার পর সালমান খানের হাত ধরে এবার বলিউডে পা দিতে চলেছেন শেহনাজ গিল। বিগ বস থেকে জনপ্রিয়তা কুড়িয়েছেন আগেই। সবশেষ প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন শেহনাজ। শেহনজাকেই প্রথম থেকে বেশ পছন্দ সালমানেরও। এমনকি সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজের পাশেও দাঁড়িয়ে ছিলেন সালমান খান। এবার শেহনাজকে সালমান দিতে চলেছেন নতুন ক্যারিয়ার। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে সালমান ও শেহনাজের বলিউডে অভিষেকের গল্প। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সালমান নাকি স্পষ্ট করে শেহনাজকে জানিয়েছেন, তুমি সিনেমায় অভিনয়ের জন্য যত খুশি টাকা পারিশ্রমিক হিসেবে নিতে পারো। এমনকি শুটিংয়ের দিনক্ষণ তুমিই ঠিক করবে। তবে সালমানের কোন সিনেমায় শেহনাজকে দেখা যাবে, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সালমানের কাভি ইদ কাভি দিওয়ালি ছবিতেই শেহনাজের অভিষেক হতে পারে শোনা যাচ্ছে। তবে এ ছবির একমাত্র নায়িকা অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে তিনি থাকবেন কি না, তা নিয়ে এখনো সঠিক খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!