January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 12th, 2022, 7:24 pm

কোটালীপাড়ায় বাসচাপায় শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বসচাপায় এক শিক্ষার্থী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের উপজেলা তারাশী বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অংকন বিশ্বাস (২২) উপজেলার তারাশী গ্রামের পল্লব বিশ্বাসপর ছেলে এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনোজ কুমার জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাস গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের তারাশী বাসস্ট্যান্ডের পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অংকন বিশ্বাসসহ কয়েকজনকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে অংকন বিশ্বাস মারা যায়। ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

—-ইউএনবি