কোটাবিরোধী আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুমিল্লার কোটবাড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এক পর্যায়ে পুলিশ ও বিজিবির সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় পুলিশ ও বিজিবি শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছুড়ে।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের একটি ভিডিও ফুটেজ ইউএনবির হাতে এসেছে।
এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে ব্যারিকেড দেয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাকিব জানান, পুলিশের ছোড়া গুলিতে অন্তত ১০০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ ও সদর মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
—-ইউএনবি

আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে ৪ নারী যাত্রী থেকে ১০২টি মোবাইল জব্দ
রাজধানীর চকবাজারে আবাসিক ভবনে আগুন
ডেঙ্গুতে ঢাকায় আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১০ জন