December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 16th, 2024, 7:54 pm

কোটা আন্দোলন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে আগুন

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু হলে অগ্নিকাণ্ড ঘটেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা লাঠিসোঁটা নিয়ে রাবিতে প্রবেশ করে।

এরপর বঙ্গবন্ধু হলের নিচতলায় পার্কিং করে রাখা ১০-১৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ছড়িয়ে পড়লে হলের ভেতরে থাকা সাধারণ শিক্ষার্থীরা আটকা পড়েন।

প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, অগ্নিকাণ্ডের পেছনে কারা রয়েছে তা জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

—-ইউএনবি