কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের কয়েকটি বিভাগীয় শহরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়।
আজ বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউএনবির চট্টগ্রাম সংবাদদাতা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের সদস্যদের সঙ্গে সংঘর্ষে কোটা সংস্কার আন্দোলনের তিনজন নিহত হওয়ায় পর বিকাল থেকে তিন প্লাটুন বিজিবি অবস্থান নিয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
বাড়তি দামে বিক্রি হচ্ছে খাসি-মুরগি-মাছ
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি