November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 18th, 2024, 7:31 pm

কোটা সংস্কারে নীতিগতভাবে একমত, আলোচনায় বসতে চায় সরকার: আইনমন্ত্রী

চলমান সংকট নিরসনে সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি আরও বলেন, ‘কোটা সংস্কার ইস্যুতে আমরা নীতিগতভাবে একমত।’

কোটা আন্দোলনকারীদের দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউনে’ বেশি কয়েকটি সংঘর্ষের পর এই ঘোষণা এলো।

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘যখনই আন্দোলনরত শিক্ষার্থীরা সংলাপে বসতে রাজি হবে তখনই আলোচনা হবে।’

বৃহস্পতিবার বিকালে গণভবন থেকে ফিরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, ‘একজন বাবা হিসেবে আন্দোলন থেকে সরে আসার জন্য অনুরোধ করছি।’

এছাড়াও প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ করে দ্রুত আপিল বিভাগে শুনানির তারিখ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন বলে জানান আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘শুনানির তারিখ এগিয়ে আনার জন্য অ্যাটর্নি জেনারেলকে রবিবার (২১ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

—–ইউএনবি